আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:১৯

এলেঙ্গার সমাজসেবী খোরশেদ আলী মোল্লা আর নেই ঃদাফন সম্পন্ন

 

দৃষ্টি নিউজ:

আলহাজ খোরশেদ আলী মোল্লা

আলহাজ খোরশেদ আলী মোল্লা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লার বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ মো. খোরশেদ আলী মোল্লা রোববার(২ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে অসুস্থতা জনিত কারণে উপজেলার রাজাবাড়ী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি….রাইজউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি কয়েক মাস যাবত  বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ খোরশেদ আলী মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসেন। ব্যক্তি জীবনে আলহাজ খোরশেদ আলী মোল্লা ছিলেন, অত্যান্ত সহজ সরল, ধর্মপরায়ন ও শিক্ষানুরাগী। জীবনের শেষ সময় পর্যন্ত ধর্মের জন্য কাজ করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাজাবাড়ী কেন্দ্রীয় মাদ্রাসা এবং রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রতিষ্ঠায়। এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয় ও পবিত্র কোরআন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

বাবা আলহাজ মো. খোরশেদ আলী মোল্লাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন ছেলে আলহাজ মো. আনোয়ার হোসেন মোল্লা(ফাইল ছবি)।

বাবা আলহাজ মো. খোরশেদ আলী মোল্লাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন ছেলে আলহাজ মো. আনোয়ার হোসেন মোল্লা(ফাইল ছবি)।

রোববার সকাল ১১টায় তঁঅর প্রতিষ্ঠিত রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামাণিক, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফি খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাস্টার,

 জানাযা নামাজের একাংশ

জানাযা নামাজের একাংশ

বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবীলীগের সভাপতি রায়হান কবির রানা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ. আখেরুজ্জামান মিয়া, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা, সল্লা ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন, টাঙ্গাইল জেলা বাকশিসের আহ্বায়ক আজহারুল ইসলাম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার কবির, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সহ-সভাপতি আনিসুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা কিনিং অ্যান্ড নার্সিং হোমের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জিয়া, এলেঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী রেজাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদ আলী মোল্লার মৃত্যুতে নিরবে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষ ও শিক্ষার্থীরা।

শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদ আলী মোল্লার মৃত্যুতে নিরবে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষ ও শিক্ষার্থীরা।

এছাড়া মরহুমের আত্নার শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। পরে তাকে রাজাবাড়ী সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno