প্রথম পাতা / টপ সংবাদ /
এলেঙ্গার সমাজসেবী খোরশেদ আলী মোল্লা আর নেই ঃদাফন সম্পন্ন
By দৃষ্টি টিভি on ২ অক্টোবর, ২০১৬ ৯:৩৭ পূর্বাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লার বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ মো. খোরশেদ আলী মোল্লা রোববার(২ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে অসুস্থতা জনিত কারণে উপজেলার রাজাবাড়ী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি….রাইজউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি কয়েক মাস যাবত বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ খোরশেদ আলী মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসেন। ব্যক্তি জীবনে আলহাজ খোরশেদ আলী মোল্লা ছিলেন, অত্যান্ত সহজ সরল, ধর্মপরায়ন ও শিক্ষানুরাগী। জীবনের শেষ সময় পর্যন্ত ধর্মের জন্য কাজ করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাজাবাড়ী কেন্দ্রীয় মাদ্রাসা এবং রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রতিষ্ঠায়। এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয় ও পবিত্র কোরআন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
রোববার সকাল ১১টায় তঁঅর প্রতিষ্ঠিত রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামাণিক, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফি খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাস্টার,
বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবীলীগের সভাপতি রায়হান কবির রানা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ. আখেরুজ্জামান মিয়া, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা, সল্লা ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন, টাঙ্গাইল জেলা বাকশিসের আহ্বায়ক আজহারুল ইসলাম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার কবির, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সহ-সভাপতি আনিসুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা কিনিং অ্যান্ড নার্সিং হোমের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জিয়া, এলেঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী রেজাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
এছাড়া মরহুমের আত্নার শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। পরে তাকে রাজাবাড়ী সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে
-
এলেঙ্গায় চাঁদাদাবি করায় বিএনপির চার নেতাকর্মী আটকের পর মুচলেকায় মুক্ত
-
টাঙ্গাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ
-
নাগরপুরে বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজ সিন্ডিটেক সক্রিয়
-
সাড়ে ৮শ’ বছর পর লক্ষণ সেনের মতো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন :: আমীরে জামায়াত
-
টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপিত
-
এলেঙ্গায় নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার