আজ- মঙ্গলবার | ২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২ | রাত ৯:৩১
২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২
২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ, ১৪৩২

এলেঙ্গায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চূর্ণবিচূর্ণ ॥ ব্যবসায়ী নিহত- আহত ২

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-গাজীপুর রেল লাইনে টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মসিন্দা অরক্ষিত রেল ক্রসিংয়ে রোববার(৯ জুন) ভোরে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ব্যাটারি চালিত অটোরিকশার আরোহী আবু তালেব নামে এক লিচু ব্যবসায়ার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।


নিহত আবু তালেব কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামের আসর আলীর ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে ছাতিহাটি যাচ্ছিলেন। অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতু-গাজীপুর রেল লাইনের মসিন্দা রেলক্রসিংয়ে উঠে পড়লে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে ছিটকে পড়ে।

এ সময় ট্রেন আসতে দেখে অটোরিকশা ছেড়ে নামার সময় চালকসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ব্যবসায়ী আবু তালেবের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, ট্রেন দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়