দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা নিউ একতারা আবাসিক হোটেল থেকে তিন ভাসমান পতিতা ও তিন খদ্দেরকে বুধবার (২১ ডিসেম্বর) আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে মো. শয়ন মোল্লা(৪৫), পঞ্চগড় জেলার বোদা উপজেলার ভেড়ামারা কলনি গ্রামের মো. লাল মিয়ার ছেলে শাওন (২৫), একই উপজেলার প্রতিবেশী মো. সোলায়মানের ছেলে হানিফ (২৬), বগুড়া কলেজ গেইট তিন মাথা গ্রামের আফজাল ব্যাপারীর মেয়ে শারমিন (৩০), বগুড়া গাবতলী উপজেলার উজ্জ গ্রামের তফিল উদ্দিনের মেয়ে শান্তা (৩০) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লুতন গ্রামের জমির উদ্দিনের মেয়ে রিতু মনি (২৩)।
জানা যায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা নিউ একতারা আবাসিক হোটেলের নিচতলায় কিনিক প্রতিষ্ঠা করে দ্বিতীয় তলায় আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবত দেহ ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের আজাহারুল ইসলাম মোল্লা ওরফে সোনা মোল্লা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই ব্যবসা চালাচ্ছিল।
কালিহাতী থানার এএসআই দেওয়ান শামীমের নেতৃত্বে একদল পুলিশ গোপণে সংবাদ পেয়ে বুধবার(২১ ডিসেম্বর) দুপুরে নিউ একতারা আবাসিক হোটেলে সাড়াশি অভিযান চালিয়ে তিন ভাসমান পতিতা ও তিন খদ্দেরকে আটক করে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।