আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:৪৩

এলেঙ্গায় বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত

 

দৃষ্টি নিউজ:

road-accident-220160907185007বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে শনিবার(৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টর দিকে বাসের ধাক্কায় শান্তি আক্তার (৩২) নামে এক সেনা কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ তিনজন।
এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর জানান, সেনা কর্মকর্তা শামীম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে কর্মস্থল ঘাটাইল শহীদ সালাহ্ উদ্দিন সেনানিবাসে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তি আক্তার নিহত হন। এ সময় শামীম উদ্দিন ও তার দুই শিশু সন্তান আহত হন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno