দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা ও এক লাখ ৫০ হাজার টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।
জানা যায়, এলেঙ্গা পৌর এলাকার বাঁশী গ্রামের ইয়াছিন আলীর মালিকানাধীন বাংলা ড্রেজার মেশিন বসিয়ে একটি প্রভাবশালী মহল লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেশিনে কর্মরত তিন শ্রমিককে আটক করে। তারা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের শাকিল আহমেদ ও জহুরুল ইসলাম, এলেঙ্গা পৌরসভার হাকিমপুর গ্রামের মামুন মিয়া। পরে তিনজনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিনের এক লাখ ৫০ হাজার টাকার মালামাল ধ্বংস করা হয়।