আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:১১

এলেঙ্গায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হযরত আলী দেবলের স্বরণানুষ্ঠান

 

দৃষ্টি নিউজ:

87h2
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অকাল প্রয়াত হযরত আলী দেবলের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এলেঙ্গা সাহিত্য সংসদ এ স্বরণানুষ্ঠানের আয়োজন করে।
এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে স্বরণানুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার কবির, বিশিষ্ট গবেষক শফি উদ্দিন তালুকদার, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি রায়হান কবির রানা, টাঙ্গাইলে জেলা জাসদের সাধারণ সম্পাদক সফি আলম, লোকমান ফকির কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম রব্বানী রতন, বাকশিস কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা সাহিত্য সংসদের উপদেষ্টা বাছেত তালুকদার, আবু তালেব, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন,  ছড়াকার সাজু রহমান, আলী রেজা,  সাহিত্যিক মামুন তরফদার, এলেঙ্গা সাহিত্য সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ সরকার প্রমুখ। বক্তরা প্রয়াত হযরত আলী দেবলের কর্মময় জীবনের বিষদ আলোচনা করেন।
এসময় এলেঙ্গা প্রেসকাবের সভাপতি কামরুল হাসান, এলেঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলর শিখা রাণী, এলেঙ্গা বাজার বণিক সমিতির সহ-সভাপতি বকুল তালুকদার, প্রভাষক তাজুল ইসলাম সুজন, লুৎফর রহমান, নাজিম উদ্দিন, সাংবাদিক তারেক আহমেদ, দাশ পবিত্র, সুমন চন্দ্র ঘোষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno