দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নতুন শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ রোববার(৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
এলেঙ্গা বিএম কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতূ উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম। প্রধান আলোচক ছিলেন, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের। অালোচক ছিলেন, এলেঙ্গা পৌরসভার মেয়র আলহাজ মো. শাফী খান। স্বাগত বক্তব্য রাখেন, শামছুল হক কলেজের অধ্যক্ষ ও এলেঙ্গা বিএম কলেজের প্রতিষ্ঠাতা মো. আনোয়ারুল কবীর।
এলেঙ্গা বিএম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, আলিফ স্টিল মিলস লি.-এর পরিচালক নুর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন, এলেঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন(বিশু), এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল করিম প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।