আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৪৫

এসপি কাপ ভলিবলে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-45
টাঙ্গাইল স্টেডিয়ামে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঘাটাইল উপজেলা দলকে ৩-০ সেটে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল জেলা ক্রীড়ার সভাপতি জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা ক্রীড়ার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ প্রমুখ।
পুলিশ সুপারের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১ ডিসেম্বও থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশ নেয়। বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno