প্রথম পাতা / ছবি /
ঐশ্বরিয়া লক্ষ্মী এতটা আশা নিজেও করেননি
By দৃষ্টি টিভি on ১৯ মে, ২০২৩ ৮:০১ অপরাহ্ন / no comments
দৃষ্টি বিনোদন:

এতটা আশা করেননি ঐশ্বরিয়া লক্ষ্মী। ভাবতেও পারেননি এতটা ভালোবাসা পাবেন। ‘পোন্নিইন সেলভান’ ছবির পর সবার থেকে এমনই প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত ‘পোন্নিইন সেলভান’-এর দ্বিতীয় ভাগ। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। আর এই ছবির দৌলতে এখন প্রচারের আলোয় ঐশ্বরিয়া লক্ষ্মী। সারা দেশে ছড়িয়ে পড়েছে দক্ষিণি এই নায়িকার নাম।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া লক্ষ্মী বলেছেন, ‘কল্পনা করিনি আমার চরিত্রটি এভাবে সবার ভালোবাসা পাবে। সবাই এভাবে গ্রহণ করবে। আশা করেছিলাম, হয়তো ছবিটা ভালো চলবে।

আর অন্য চরিত্রগুলো জনপ্রিয় হবে; কারণ, চরিত্রগুলোতে সুপারস্টাররা অভিনয় করেছেন। আমি চেয়েছিলাম ঐতিহাসিক চরিত্রের ঐতিহ্যকে পর্দায় যথাযথভাবে তুলে ধরতে। আশা করি তা পেরেছি। আমি যেখানেই যাচ্ছি, সবার ভালোবাসার ছোঁয়া পাচ্ছি।’
এই অভিনেত্রী আরও বলেছেন, ‘এই ছবিতে আমার চরিত্র “পুঙ্গুঢালি”র পর্দা উপস্থিতি কম। তবে এটা আমার কাছে খুব একটা গুরুত্ব পায় না। কারণ, আমি মণিরত্নমের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এতেই আমি ধন্য। আর পুঙ্গুঢালির মতো সাহসী ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে আমি আরও বেশি সম্মানিত বোধ করেছি। ‘পোন্নিইন সেলভান’ উপন্যাসে চরিত্রটি আইকন। আমি এ রকমই এক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তাই আমি বেশি খুশি।’
একাধিক মালয়ালাম, তামিল, তেলেগু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী দক্ষিণে বেশ জনপ্রিয়। ২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১৭ সালে করেন ‘নাজানডুকালুড নাটিল ওরিদাভেলা’। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ার বদলে দেয় একই বছরে মুক্তি পাওয়া মালয়ালম পরিচালক আশিক আবুর ‘মায়ানদী’।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে
-
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
-
বাসাইলে আড়াই লাখ টাকার চায়না জাল ধ্বংস
-
গণতন্ত্র মঞ্চের রোড মার্চ টাঙ্গাইলে নির্ধারিত সমাবেশ করতে পারেনি
-
কালিহাতীতে মাদ্রাসার ভূমি জবরদখল ॥ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
-
বাসাইলে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু
-
টাঙ্গাইলে নিষিদ্ধ অনলাইন স্ক্যামিংয়ের ভয়াল থাবা!
-
তীব্র গরমে শিশুদের খেলার আয়োজন করা ঠিক হয়নি :: ক্রীড়া প্রতিমন্ত্রী
আপডেট পেতে লাইক করুন
