আজ- ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১০:৫৭

কলেজ পড়ুয়া কাপল ইয়াশ-তটিনী!

 

দৃষ্টি বিনোদন:

ছোটপর্দার জুটি হিসেবে ইতোমধ্যেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনী। বিশেষ করে তাদের রোমান্টিক গল্প নির্ভর কাজগুলোতে দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে। নতুন খবর, ইয়াশ-তটিনী নতুন এক রোমান্টিক গল্পের ‘অতীতপুর’ নামের নাটকে অভিনয় করলেন। এটি নির্মাণ করেছেন ফারহাদ আহমেদ ইশান।


জানা গেছে, গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটের। নির্মাতা ইশানের পরিচালনায় এটি প্রথম নাটক। তিনি বলেন, রোম্যান্টিক গল্প নির্ভর হলেও এটি দায়িত্ববোধের গল্প। দায়িত্ববোধ অনেকসময় সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। এমন সময় আসে যখন পরিবারের দায়িত্ববোধের কাছে ভালোবাসা ঠেকে যায়।


শহুরে অতি আধুনিক কিংবা ম্যাচিউর প্রেমের পরিণতি বিয়েসহ বিভিন্ন রোমান্টিক নাটকে জুটি বাঁধতে দেখা গেছে ইয়াশ তটিনীকে। এবার তাদের দেখা যাবে কলেজ পড়ুয়া ১৮ বছর বয়সের কাপলের চরিত্রে।


পরিচালক বলেন, ১৮ বছর বয়সে প্রথম প্রেমে পড়লে যে অনভূতিগুলো হয় সেগুলো উঠে আসবে। গল্প এভাবে সাজানো ইয়াশ তটিনীকে দর্শক নতুনভাবে দেখতে পাবে। নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন আসলে টুইস্টটা কোথায় রেখেছি।


এই নির্মাতা জানান, শুক্রবার (১২ জানুয়ারি) ইউটিউবে মুক্তি পাবে ‘অতীতপুর’ নাটকটি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno