দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে মওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬০ বছর পূর্তি উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিরালা মোড়ে অবস্থিত সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে কাগমারী সম্মেলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিমুদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট কবি বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, উপদেষ্টা হামিদুল হক মোহন, সৈয়দ ইরফানুল বারী, টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, ড. আজাদ খান প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবি সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানু। আলোচনা সভায় বক্তারা মওলানা ভাসানীর রাজনীতি ও আন্দোলন-সংগ্রামী জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন।