দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় নামকস্থান থেকে মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সকালে অজ্ঞাত পরিচয়(৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জনৈক হানিফ নামে স্থানীয় এক ব্যক্তি মহাসড়কের ১৭ নম্বর ব্রিজের কাছে অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আহত ভেবে এলাকাবাসীর সহায়তায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।