দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভাবানীপুর পূর্ব পাড়ায় বাল্য বিয়ে পড়ানোর অপরাধে মো. আল-আমিন (৩৩) নামে স্থানীয় এক ইমামকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আল-আমিন উপজেলার একই ইউনিয়নের পৌজান গ্রামের জিন্নাতুল আলমের ছেলে। এসময় ফজলুর রহমান (৫৭) নামে আরেকজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। রোববার(৯ অক্টোবর) রাতে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই পরিচালনা করেন।
জানা যায়, ভবানীপুর পূর্বপাড়া এলাকার ছমির হোসেনের মেয়ে মনিরা (১৪) এর বাল্য বিয়ে পড়ান মো. আল-আমিন নামে এক ইমাম। খবর পেয়ে ওই এলাকায় কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ইমামকে পাঁচ দিনের বিনাশ্রম করাদন্ড ও ফজলুর রহমান নামে আরেকজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।