আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:০৬

কালিহাতীতে এমপি সোহেল হাজারিকে ফুলেল শুভেচ্ছা

 

দৃষ্টি নিউজ:

dristy-d-1
টাঙ্গাইলের কালিহাতীতে নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারিকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে নব-নির্বাচিত এমপি সোহেল হাজারি কালিহাতী এসে পৌঁছলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার সহ অন্যান্য কর্মকর্তারা তাঁকে স্বাগত জানায়। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, অফিসার্স কাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, এলেঙ্গার পৌর মেয়র মো. শাফী খান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শুভেচ্ছা অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ। পরে এমপি সোহেল হাজারি উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগ দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno