আজ- ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:০৬

কালিহাতীতে কলেজছাত্র আল আমিনের স্মরণে শোক সভা

 

দৃষ্টি নিউজ:

নিহত আলআমিন(ফাইল ফটো)

নিহত আলআমিন(ফাইল ফটো)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আল-আমিনের স্মরণে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেমের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ উদ্দিন তালুকদার, কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও সাপ্তাহিক গণবিপ্লব’র সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু , টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আজাহার আলী মিয়া, কালিহাতী উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক উৎপল সিংহ রায় প্রমুখ। বক্তারা আল আমিনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক কামাল হোসেন।
উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) সকালে কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আল আমিনকে তার সহপাঠী কলেজের বিজ্ঞান বিভাগের চাঁন মাহমুদ কুপিয়ে হত্যা করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno