আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৭:১৩
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

কালিহাতীতে কলেজছাত্র আল আমিনের স্মরণে শোক সভা

দৃষ্টি নিউজ:

নিহত আলআমিন(ফাইল ফটো)
নিহত আলআমিন(ফাইল ফটো)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আল-আমিনের স্মরণে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেমের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ উদ্দিন তালুকদার, কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও সাপ্তাহিক গণবিপ্লব’র সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু , টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আজাহার আলী মিয়া, কালিহাতী উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক উৎপল সিংহ রায় প্রমুখ। বক্তারা আল আমিনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক কামাল হোসেন।
উল্লেখ্য, সোমবার (২৪ অক্টোবর) সকালে কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আল আমিনকে তার সহপাঠী কলেজের বিজ্ঞান বিভাগের চাঁন মাহমুদ কুপিয়ে হত্যা করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়