দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন পুংলী নামকস্থানে গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ফেটে গেছে। এতে ওই এলাকা সহ টাঙ্গাইল শহরের কোন কোন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে এ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন বলেন, সঞ্চালন লাইনে ফাঁটল দেখা দেয়ায় শুধু পুংলী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।