আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:২৪

কালিহাতীতে ছুরিকাঘাতে যুবক হত্যা

 

দৃষ্টি নিউজ:

dristy-9
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান থেকে ফেরার পথে ফরিদ মিয়া (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের আ. মান্নানের ছেলে।
সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, বানিয়াফৈর উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে রাতে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ফরিদের সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে কয়েকজন যুবক ফরিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno