দৃষ্টি নিউজ:
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কালিহাতী বিউবো’র (বিক্রয় ও বিতরন) উদ্যোগে বুধবার(৭ ডিসেম্বর) সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। র্যালীতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন। র্যালীটি উপজেলা বিউবো’র বিক্রয় ও বিতরন বিভাগ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিউবো’র বিক্রয় ও বিতরন বিভাগ কার্যালয়ের সামনে সমবেত হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিউবো’র উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রউফের সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা বিউবো’র সহকারী প্রকৌশলী মতিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রাসেল সিকদার, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ-বি ১৯০২(সিবিএ) কালিহাতী শাখার সহ-সভাপতি তালিবুর রহমান খান, সাধারণ সম্পাদক নবীনুর ইসলাম প্রমুখ।