দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় উপজেলার জোকারচর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির পড়নে ছিল একটি লুঙ্গি ও শার্ট।
বঙ্গবন্ধু সেতু পূর্ব(ইব্রাহিমাবাদ) স্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন পাড় হয়ে কালিহাতী উপজেলার জোকারচরে পৌঁছলে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি কমলাপুর রেলওয়ে থানার টঙ্গি পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে।