দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূঞাপুর রোড রেলক্রসিং সংলগ্ন রাস্তা থেকে বুধবার(২৮ ডিসেম্বর) দিনগত গভীর রাতে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের ইমান আলীর ছেলে মোতালেব হোসেন(৩৮) এবং টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে তুলা মিয়া (৩৭)। এসময় আরো দুই ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে লোহার রড, চাপাতি, রাম দা ও সুতার মোটা রশি উদ্ধার করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার আখেরুজ্জামান জানান, ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে। বেশ কিছুদিন যাবত ডাকাতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছিল। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।