দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের সামনে শনিবার(২৫ মার্চ) সকালে দুই ট্রাকের সংঘর্ষে আনোয়ার হোসেন(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত আনোয়ার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চকবিজলী গ্রামের মকবুল হোসেনের ছেলে। আহত দু’জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, শনিবার সকাল সাত টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঢেউটিন বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কে এলেঙ্গা রিসোর্টের সামনে পৌঁছলে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষে টিনের চাপায় ওই যুবক নিহত হয়।