আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৩৮

কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

 

দৃষ্টি নিউজ:

Road-Accident-220160907185007টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী উপজেলার রাজাবাড়ী মোড়ে শুক্রবার (৩ মার্চ) সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন(৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বেল্লাল হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক বেল্লাল হোসেন গুরুতর আহত হন। দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ্আলম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno