দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী উপজেলার রাজাবাড়ী মোড়ে শুক্রবার (৩ মার্চ) সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন(৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বেল্লাল হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক বেল্লাল হোসেন গুরুতর আহত হন। দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ্আলম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।