দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে শনিবার(১৭ ডিসেম্বর) সকালে একটি গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে পিকআপ ভ্যানে আগুন লেগে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আছাবুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লেগে হঠাৎ আগুন ধরে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এক অজ্ঞাত ব্যক্তি পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আরো দুইজন দগ্ধ হন। পরে পুলিশ এসে ভস্মিভূত মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।