দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামকস্থানে সোমবার(২ জানুয়ারি) বিকালে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলার ঝড়কার লিয়াকত আলীর ছেলে।
কালিহাতী থানার এসআই মানিক চন্দ্র দে জানান, উপজেলার বাংড়া নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল রানা ও তার স্ত্রী রুমি আক্তারকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।