প্রথম পাতা / টপ সংবাদ /
কালিহাতীতে বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ
By দৃষ্টি টিভি on ৩ জানুয়ারী, ২০১৭ ১:৩২ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ১৪নং হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিন্যামূল্যের সরকারি বই বিতরণের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী টাকা দিতে পারেনি তাদের বই দেয়া হয়নি। মঙ্গলবার(৩ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। শ্রেণি ভিত্তিক ৩০ থেকে ৫০ টাকার বিনিময়ে সরকারি বিনামূল্যের এ বই নিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। যারা টাকা দিতে পারেনি তারা বই পায়নি।
দ্বিতীয় শ্রেণির আফরোজা নামের এক শিক্ষার্থীর বাবা আজমত আলী বলেন, তার মেয়ের বই নিতে শিক্ষকদের ৪০ টাকা দিতে হয়েছে। অথচ পত্র-পত্রিকা ও টেলিভিশনের খবরে দেখেছি, সারা দেশে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।
বিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বলেন, আমার মেয়ের কাছ থেকে বই এবং ভর্তি বাবদ শিক্ষকরা ৯০ টাকা নিয়েছেন। তিনি জানান, এরকম প্রায় সবার কাছ থেকে টাকা নিয়ে বই দেয়া হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান টাকার নেয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলার সময় যে টাকা খরচ হয় সে খরচগুলো এখান থেকে করা হবে।
বিদ্যালয়ের সভাপতি বছির উদ্দিন বলেন, আমার আগের সভাপতিরাও বই বিতরণের সময় টাকা নিতেন। এ টাকাটা বার্ষিক খেলাধুলায় ব্যয় হবে।
কালিহাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীন জানান, বই বিতরণের সময় কোনো প্রকার টাকা নেয়ার নিয়ম নেই । অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
-
টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
-
টাঙ্গাইলে এবার দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ
-
‘জওয়ান’-এ দীপিকাকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ নয়নতারা
-
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
-
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ
-
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
-
কালিহাতীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক আউয়ালের গণসংযোগ
আপডেট পেতে লাইক করুন
