দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সময়’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ সময়’র প্রতিনিধি এনায়েত করিমের উদ্যোগে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রশিদ আহাম্মদ আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাপ্তাহিক পাপিয়ার প্রধান সম্পাদক মো. সেলিম তরফদার, কালিহাতী প্রেসক্লাবের সহ-সম্পাদক ছানোয়ার হোসেন মনি, কোষাধ্যক্ষ মু. হেলাল উদ্দিন বাদশা, ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক দিনকাল প্রতিনিধি ও মজলুমের কণ্ঠ’র ষ্টাফ রিপোর্টার তারেক আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যম’র প্রতিনিধি।
বাংলাদেশ সময় প্রতিনিধি এনায়েত করিমের সাফল্য ও অগ্রগতি কামনা করে উপস্থিত সকলে বাংলাদেশ সময়ের সমৃদ্ধির প্রত্যাশা জ্ঞাপন করেন।