দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে বুধবার(৭ সেপ্টেম্বর) দুপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় বাচ্চু মিয়া (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভুঞাপুর উপজেলার খড়ক গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আছাবুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।