আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:২০

কালিহাতীতে বাস উল্টে নিহত ৫ আহত ১৯

 

দৃষ্টি নিউজ:
accident
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামকস্থানে শুক্রবার(১৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরগামী একটি বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন। নিহতরা হচ্ছেন, লালমনিরহাটের হাতীবান্ধা গ্রামের আব্বাস আলীর ছেলে আহসান হাবিব (১৫), একই উপজেলার পাটগ্রামের ফিরোজ মিয়া ওরফে ফিলু মোস্তাফিজের স্ত্রী আসমা আক্তার(৪০), একই গ্রামের করিম উদ্দিনের ছেলে মমিনুর রহমান(৩৫), সিদ্দিকুর রহমানের ছেলে রিপন মিয়া (৩০) এবং সুমন (২৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাজীপুরগামী কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার(১৬ সেপ্টেম্বর) সকালে কালিহাতী উপজেলার পৌলী ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ২০ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে সুমন নামে আরো এক জনের মৃত্যু হয়। অন্যদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন নিহতদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ২০ হাজার টাকা করে তিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno