দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের সামনে বুধবার(৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সামছুর রহমান(৩৪) নামে এক পথচারী রাস্তা পাড় হওয়ার সময় বাসের চাপায় নিহত হয়েছে। সামছুর রহমান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার যশাই গ্রামের সাইফুর রহমানের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ৯টার দিকে এলেঙ্গা ফিলিং স্টেশনের সামনে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় সামছুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।