আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | রাত ৪:৩৯
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

দৃষ্টি নিউজ:

road-accident-220160907185007বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর সড়কের নামকস্থানে ৭ নম্বর ব্রিজের কাছে সোমবার(১৯ ডিসেম্বর) সকালে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ-ভ্যানের সহকারীসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পিকআপ চালক মোকসেদুল আলম (৩০) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়ি গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাত টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে মহাসড়কের ৭ নম্বর সেতুর কাছে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত ও ২ জন গুরতর আহত হন। পুলিশ বাস ও পিকআপ জব্দ করলেও বাসচালক পালিয়ে গেছে বলে জানান ওসি আছাবুর রহমান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়