আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫৩

কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

 

দৃষ্টি নিউজ:

road-accident-220160907185007বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর সড়কের নামকস্থানে ৭ নম্বর ব্রিজের কাছে সোমবার(১৯ ডিসেম্বর) সকালে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ-ভ্যানের সহকারীসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পিকআপ চালক মোকসেদুল আলম (৩০) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়ি গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাত টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে মহাসড়কের ৭ নম্বর সেতুর কাছে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত ও ২ জন গুরতর আহত হন। পুলিশ বাস ও পিকআপ জব্দ করলেও বাসচালক পালিয়ে গেছে বলে জানান ওসি আছাবুর রহমান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno