দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহিষজোড়া জামে মসজিদের সভাপতি আব্দুল খালেককে (৭৫) হত্যার প্রতিবাদে বুধবার(২৬ অক্টোবর) এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মানববন্ধনে কোকডহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার সেন্টু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
প্রকাশ, গত ২১ অক্টোবর(শুক্রবার) রাতে বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক চা-পানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান। বেশকিছু সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা আশেপাশে অনেক খোঁজাখুজি করেন। রাত আনুমানিক ১১ টার সময় বাড়ির পূর্ব পশ্চিম পাশের টিনের ঘরে খালেকের লাশ পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন সনাক্ত হয়। এ ঘটনার প্রেক্ষিতে পরদিন নিহতের পরিবারের সদস্যরা কালিহাতী থানায় মামলা দায়ের করে।