দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী নুরুল ইসলামকে(৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বল্লা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বরটিয়া গ্রামের মৃত দানেছ আলীর ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বল্লা গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।