দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে শতাধিক রিকশা চালকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।