দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার(৩ জানুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে দুইশতাধিক গরিব মানুষের মাঝে ওই কম্বল দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য শুকুর মামুদ। এসময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সচিব মনজুর কাদীর ভূইয়া, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ, আব্দুল হামিদ, কামরুন নাহার, তাসলিমা বেগম ও মাছুদা আক্তার প্রমূখ ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত কম্বলগুলো কালিহাতী উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্নস্থানে বণ্টন করা হচ্ছে।