আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১২:৪১
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

কালিহাতীতে সাধুসংঘ সম্মেলন ও লালন মেলা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

dristy-52
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া-খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধুসংঘ সম্মেলন উপলে শুক্রবার(৬ জানুয়ারি) সন্ধ্যায় সম্মাননা পদক প্রদান ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি আলতাফ শাহ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনোয়ার হোসেন। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনছার আলী বিকম। প্রধান আলোচক ছিলেন, চলচিত্র পরিচালক ও অভিনেতা সাদেক সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি জাফর আহম্মেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইত্তেফাক- এর চীফ ফটোগ্রাফার সুবীর কুমার, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক মহসিন সিকদার, নিরাপদ সড়ক চাই’র জেলা সভাপতি পাপিয়া সেলিম, অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি আব্দুস ছালাম চাকলাদার, কালিহাতী কলেজের অধ্য আব্দুর রহিম, মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান কলের উপাধ্য আমিনুল ইসলাম উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, এনটিভি’র জেলা প্রতিনিধি মহব্বত হোসেন, একুশে টিভি’র জেলা প্রতিনিধি কাজী রিপন, মানবাধিকার কমিশনের জেলঅ শাখার নির্বাহী সভাপতি নাসরিন জাহান খান বিউটি, কালিহাতী প্রেসকাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী প্রমুখ।
অতিথিরা বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা পদক প্রদান করেন এবং সম্মেলনে হরিমহন পালকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নয়া কমিটির ঘোষণা দেয়া হয়। পরে রাতভর রেডিও টেলিভিশনের লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
প্রকাশ, ২০১৫ সালের ৬ জানুয়ারি পীর, গোশাই, সাধু, পাগল, বাউল ও লালন ভক্তদের নিয়ে কালিহাতী উপজেলার বাগুটিয়ায় কেন্দ্রীয় সাধু সংঘ প্রতিষ্ঠিত করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়