দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ‘সুস্থ্য ও সুন্দর জীবন গড়ার লক্ষে স্কাউটিং’ স্লোগানে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের (পিএল কোর্স) মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী উপজেলা স্কাউটস’র আয়োজনে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সন্ধ্যায় কালিহাতী আরএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ওই জলসা অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী উপজেলা স্কাউটস’র সভাপতি আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাতাবু জলসার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব শুকুর মাহমুদ তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন ও কালিহাতী আরএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমুখ।