দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পরীক্ষা গ্রহন করা হয়। এতে ২১ শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণির ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন করেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, সিনিয়র শিক্ষক মনছুরুল হক স্বপন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন খালিদ, সাংবাদিক দাশ পবিত্র, এলেঙ্গা প্রেসকাবের সাধরাণ সম্পাদক সাংবাদিক মোল্লা মুশফিকুর মিল্টন । এসময় স্টুডেন্টস স্কলারশীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি তাজুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক দুলাল হোসেন উপস্থিত ছিলেন।