দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মিনহাজ উদ্দিন (২৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের চর জাবরাজান গ্রামের চানমিয়ার ছেলে। সোমবার(৩১ অক্টোবর) বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে রাত সাড়ে ৮টার দিকে দুর্র্ঘটনায় আহত হয়। পরে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার(১ নভেম্বর) সকালে তিনি মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আছাবুর রহমান জানান, রাতে এলেঙ্গা থেকে গ্যাস ভর্তি করে সিএনজি চালক মিনহাজ তাঁর বাড়ির দিকে ফিরছিলেন। পথে কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছলে বাম পাশে দাঁড়ানো ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লাগলে চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিনহাজকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে চন্দ্রা এলাকা পৌঁছলে মিনহাজারে মৃত্যু হয়।