দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে সোমবার(১০ জুন) সকালে মো. বিল্লাল(৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত বিল্লাল ঢাকা জেলার ডেমরা উপজেলার বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার মো. আনিস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সোমবার সকালে একটি পালসার মোটরসাইকেল নিয়ে চালক ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলী জানান, মহাসড়কের সরাতৈল নামক স্থানে একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।