দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার (২৯ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আজাদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সহদেবপুর ইউনিয়নের ছুনটিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে।
পারিবারিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে কালিহাতী থেকে মোটর সাইকেল যোগে বাংড়া ব্রিজের কাছে পৌঁছালে একটি গরু রাস্তার মধ্যে চলে আসে। এসময় গরুর সাথে সংঘর্ষে গুরুত্বর আহত হয়। পরে আহতাবস্থায় আজাদকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।