দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ঐতিহ্যবাহী ‘খান পরিবার’র বিশিষ্ট মাতব্বর, সমাজ সেবক ও শিক্ষক মরহুম আনোয়ার হোসেন খানের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার(৯ ডিসেম্বর) নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে স্মরণ সভা, মরহুমের গ্রামে রাজাফৈর এতিম খানায় কোরআন খতম, উন্নতমানের খাবার পরিবেশন, স্থানীয় ৫টি মসজিদে মোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে উল্লেখিত কর্মসূচিতে উপস্থিত হয়ে তাঁর আত্নার মাগফেরাত কামায় অংশ নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট মাতব্বর আনোয়ার হোসেন খান বিগত ২০০৬ সালের ৬ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও তিন মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান।