আজ- বৃহস্পতিবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
৩০ মাঘ, ১৪৩১ | রাত ১১:৪৫
১৩ ফেব্রুয়ারি, ২০২৫
৩০ মাঘ, ১৪৩১
১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ, ১৪৩১

কালিহাতীর উপ-নির্বাচনে আটক প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে থানায় মামলা

দৃষ্টি নিউজ:

231জাতীয় সংসদের টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপ-নির্বাচনে দুস্কৃতকারীদের ব্যালট পেপারে সিল মারতে সহযোগিতা করার অভিযোগে আটককৃত প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার(১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় কালিহাতী থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বাদী ও টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ওই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর পক্ষে একদল দুস্কৃতকারী আগের রাতেই কিছু ব্যালট ব্যাপারে সিল মেরে রাখে। প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র দাস বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে গোপন রেখেছিলেন।
মঙ্গলবার(৩১ জানুয়ারি) ভোট গ্রহণ চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি ফাঁস হয়ে গেলে কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভোটকেন্দ্র স্থগিত করেন। পরে পুলিশ প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র দাসকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রকাশ, মঙ্গলবার(৩১ জানুয়ারি) ওই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক লাখ ৯৩ হাজার ৫৪৭ভোট পেয়ে আ’লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি বেসরকারিভাবে নির্বাচিত হন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়