আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:২০

কালিহাতীর নারান্দিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-fo-9
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১ নভেম্বর) রাত ৮টায় কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসেবে অভিযোগ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোখলেস, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ প্রমুখ। এসময় পল্লী বিদ্যুতের মির্জাপুর এরিয়ার ডিজিএম সুশান্ত রায়, বাসাইলের ডিজিএম মোস্তাক আহমেদ, নাগরপুরের ডিজিএিম রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ জোকারচর অফিসের জোনাল এরিয়া ম্যানেজার শাহ-আলম, পালিমা আরএসকে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উত্তম কুমার সাহা, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno