আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:১১

কালিহাতীর নয়া অভিভাবক সোহেল হাজারির শপথ :: জাতীয় সংসদে যোগদান(ভিডিও সহ)

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-91
জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে বিজয়ী কালিহাতীর নয়া অভিভাবক হাসান ইমাম খান সোহেল হাজারি শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে হাসান ইমাম খঅন সোহেল হাজারি মহান জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগদান করেন।dristy-dir-92
এরআগে নবনির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারি আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)’র এমপি অনুপম শাজাহান জয়, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের সহ আ’লীগের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno