আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৭:৩৮
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

কালিহাতীর পোয়াতি বিলে এসে ব্যবসায়ীর মৃত্যু

দৃষ্টি নিউজ:

dristy-d-3টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ পোয়াতি বিলের স্নান অনুষ্ঠানে এসে বিমল পাল(৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুড়ি বিক্রি করার সময় কাঁপতে কাঁপতে বিমল পাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি উপজেলার বল্লা পাড়াপাড়ার হরিচরন পালের ছেলে এবং কালিহাতী উপজেলা সদরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবছর কালিহাতী উপজেলার আউলিয়াবাদের পোয়াতি বিলে মাঘী পূর্ণিমায় ‘পোয়াতি স্নান’ অনুষ্ঠিত হয়। ভোর ৫টা থেকে সারাদিন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ওই স্নানে অংশ নেন। প্রতি বছর দূর-দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী পোয়াতি বিলে মানত করে পাপ মোচনের জন্য এখানে আসেন। মানত পুরণের জন্য তারা পোয়াতি বিলে স্নান করেন, সাধ্যানুযায়ী মানত(টাকা-পয়সা) বিলের পানিতে ছুঁড়ে ফেলেন ও স্থানীয় মন্দিরে দান করেন। ওই অনুষ্ঠান উপলক্ষে হরেক রকমের দোকানপাট-মেলা বসে। বিমল পালও ওই অনুষ্ঠানে মুড়ি বিক্রি করতে এসেছিলেন। মুড়ি বিক্রি করার সময় সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ কাঁপতে কাঁপতে তিনি ঢলে পড়েন। উপস্থিত লোকজন তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়