আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৭:২৭

কালিহাতীর প্রাথমিক শিক্ষায় ধস, ৫৫ স্কুলে প্রধান শিক্ষক নেই

 

দৃষ্টি নিউজ:

dristy-1
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টি চলছে প্রধান শিক্ষক বিহীন। এছাড়া সহকারী শিক্ষক শূন্য পদের সংখ্যা ২৪ জন। ১২টি স্কুলে ২ জন করে শিক্ষক থাকায় শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন জানান, সাধারণত কোনো স্কুল প্রধান শিক্ষক ছাড়া না চললেও ৫৫টি স্কুল চালানো হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। প্রধান শিক্ষকের শূন্য পদের বিষয়টি বার বার জেলা শিক্ষা অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া উপজেলায় ১২টি স্কুলে মাত্র ২ জন করে শিক্ষক দিয়ে পাঠদান চলছে। শিক্ষক সংকটের  কারণে শিক্ষার্থীসহ শিক্ষা কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে।
পালিমা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম জানান, আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীদের তুলনায় শিক্ষক কম। পোষনা স্কুলের সহকারী শিক্ষিকা রাশিদা পারভীন জানান, শিক্ষক কম থাকার কারণে শিক্ষার্থীরা যথাযথভাবে পাঠদান করতে পারছে না। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরাও পাঠদানে গড়িমসি করে বলে জানা যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno