দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বৃহস্পতিবার(২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
বিদ্যালয়ের সভাপতি ও সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার মঞ্জুর হাসান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারন অর রশিদ।