দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীকে বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের সিটি মার্কেট এলাকায় বিষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। ওই সময় সেখানে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি ও মারপিট করা হয়। এ ঘটনায় ১৩ নভেম্বর লতিফ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় সন্দেহজনক আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান ছোরহাব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনার মামলায় ইউপি চেয়ারম্যান ছোরহাব আলীকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে বৃহস্পতিবার বিকালে পাঁচ দিনের রিমাণ্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।