দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর বল্লা ইলাকা আহলে হাদীস জামে মসজিদে জানাযা নামাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বল্লা সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুম আব্দুর রশীদের জানাযা নামাজে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, ডেপুটি কমান্ডার মীর মীজানুর রহমান,বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেয়।
বীর মুক্তিযোদ্ধা কাদেরিয়া বাহিনীর একজন ‘ফ্রিডম ফাইটার’ ছিলেন। তিনি অনেকগুলো সম্মুখ যুদ্ধে অংশ নেন।