আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:৩৪

কালিহাতীর মদন মোহন আর্য আর নেই

 

দৃষ্টি নিউজ:

timthumbবাংলাদেশ সমাজ সেবা কর্মচারি কল্যাণ সমিতির উপ-মহাসচিব দুলাল চন্দ্র আর্যের বাবা মদন মোহন আর্য (৯৭) আর নেই। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামে নিজ বাড়িতে বুধবার(২৮ সেপ্টেম্বর)  সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন। রাতেই পারিবারিক শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, হিন্দু সমাজের নেতা চন্দন কুমার গুহ রায়, চন্ডীচরণ তালুকদার, ইন্দ্রজিৎ মোদক, ধীরেন্দ্র নাথ ভৌমিক, ডা. দিলীপ কুমার মোদক প্রমুখ।
ব্যক্তি জীবনে মদন মোহন আর্য একজন ধর্মপ্রাণ সাদা মনের মানুষ ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno